Provided to Vevo by P Tune Studio
Song : Age Jantan Jodi
Singer : Akash Mahmud
Lyric And Composition: Jahangir Rana
Music : Akash Mahmud
Vidio, Mix- Master And Edit: Ashique Mahmud
Lebel: Poraner Gan
Producer : Jahangir Rana
Lyric :
আগে জানতাম যদি
তোমার প্রেমে ঘটবো আমার
এতো লাঞ্ছনা
জানলে প্রেমে করিতাম না
তোমার প্রেমে পড়তাম না ||
সব ছাড়িয়া তোমায় আমি
করছিলাম আপন
আপন পর সকলে যখন
করছিল বারণ
আমায় করছিল বারণ
সেদিন আমি কত সরল ছিলাম
কিছুই বুঝতামনা
বুঝলে এই ভুল করতাম না ||
তোমার এখন নতুন সাথী
মনে কত সুখ
পুড়ে আমি হইছি কয়লা
সুখ হইলো অসুখ
আমার সুখ হইলো অসুখ
প্রেমে এত বেশি ছল চাতুরী
জানা ছিলো না
জানলে আমি মরতাম না ||
আগে যদি জানতাম প্রেমের
এমন ব্যবহার
তবে কি আর নয়ন জলে
ভাসতাম আমি আর
হায়রে ভাসতাম আমি আর
তাইতো জাহাঙ্গীর রানা কয় জানলে
এই পথ ধরতাম না
প্রেমের কাছে হারতাম না ||
#Agejantamjodi
#akashmahmud
#jahangirrana
𝘿𝙞𝙨𝙩𝙧𝙞𝙗𝙪𝙩𝙞𝙤𝙣 : P Tune Studio
𝙁𝙤𝙧 𝙡𝙞𝙘𝙚𝙣𝙨𝙞𝙣𝙜 𝙞𝙣𝙦𝙪𝙞𝙧𝙞𝙚𝙨-
𝙀𝙢𝙖𝙞𝙡: vevo@ptunestudio.com
𝙒𝙚𝙗: https://www.ptunestudio.com
Дата на публикация: 11 октомври, 2025
Категория:
Друго